প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি - 2020
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি-2020। PRIMARY ASSISTANT TEACHER JOB CIRCULAR 2020
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের 32 হাজার 577 জন সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক” এর শূন্য পদে এবং জাতীয় করনকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-4 এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণীর জন্য রাস্বখাতে সৃষ্ট “সহকারী শিক্ষক” পদে জাতীয় বেতন স্কেল, 2015-এর 13তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে (পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত) নিম্নে উল্লিখিত নির্দেশনা / শর্ত অনুযায়ী দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম : সহকারী শিক্ষক
পদ সংখ্যা : 32 হাজার 577 জন
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল : 11,000-26,590 টাকা
পরিক্ষা পদ্ধতি : লিখিত (এমসিকিউ)
আবেনদ ফি : সার্ভিস চার্জসহ 110 টাকা
আবেদন লিংক : http://dpe.teletalk.com.bd
আবেদন শুরু তারিখ : 25 অক্টোবর 2020 (সকাল 10 : 30 টা মিনিট)
আবেদন শেষ তারিখ : 24 নভেম্বর 2020 (রাত 11 : 59 মিনিটে পর্যন্ত আবেদন করতে পারবেন)
আবেদন করতে এখানে ক্লিক করুন-
No comments